সংরক্ষণ করো তোমাকে, সংরক্ষণ করো আমাকে
সংরক্ষণেই আরাধ্য জীবন। আরাধ্য বাঙময় ভাষা।
আরাধ্য ভাষায় লিখা হয় রূপান্তরের জীবন পাঠ,
বোধসূত্রের বিভা। রূপান্তরের জন্ম ঢেউয়ে রস দেয়
রূপ দেয়, আলো দেয় চন্দ্র-সূর্য-আলো-বাতাস-মৃত্তিকা।
বোধসূত্রের বিভা দিয়ে ছায়া দাও,আলো ফেলো জলে-বাতাসে, মৃত্তিকার কণায় কণায়, মনের ক্যানভাসে।
পাললিক জন্মের সন্ধানে জীব বিজ্ঞানের পাঠে খোঁজ করো
পৃথিবীর জীবন সাজানোর ইতিহাস,সৃষ্টির সৌন্দর্যের বিভা।
সবকিছুরই সৌন্দর্য আছে।রাত্রির বিভায় মাথার উপর চাঁদ,
চাঁদের চিরন্তন সৌন্দর্য তার মায়াময় আলো ধারণ করো বুকে,
যে আলোতে থাকে বিনয়ের প্রতিভাস।
এ প্রতিভাস ওম দেয় সৃষ্টির কোলাজে।